শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী জেলায় করোনায় আক্রান্ত প্রথম সাংবাদিক কালুখালীর ফজলু

  • আপডেট সময় বুধবার, ১৭ জুন, ২০২০

॥সোহেল মিয়া॥ রাজবাড়ী জেলায় চিকিৎসক, এসিল্যান্ড, থানার ওসি ও পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ করোনায় আক্রান্ত হলেও গত ১৪ই জুন পর্যন্ত কোন গণমাধ্যামকর্মী আক্রান্ত হয়নি।
গতকাল ১৬ই জুন সন্ধ্যায় ঢাকা থেকে রাজবাড়ীর সিভিল সার্জনের আসা গত ১৫ই জুনের নমুনা পরীক্ষার রিপোটে ১০জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের মধ্যে এই প্রথম জেলায় ১জন সাংবাদিক করোনায় সংক্রমিত হয়েছেন।
আক্রান্ত সাংবাদিকের নাম মোঃ ফজলুল হক ফজলু(৪২)। তিনি জাতীয় দৈনিক যায়যায়দিন ও ডেইলী নিউনেশনের কালুখালী উপজেলা প্রতিনিধি। এছাড়াও তিনি কালুখালী প্রেসক্লাবের একাংশের সভাপতি। জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউপির পাকশিয়া গ্রামের বাসিন্দা হলেও ফজলুল হক বর্তমানে পেশাগত কারণে রতনদিয়াতে(কালুখালী থানা সংলগ্ন এলাকায়) বসবাস করেন।
গতকাল মঙ্গলবার রাতে করোনায় আক্রান্ত মোঃ ফজলুল হক দৈনিক মাতৃকণ্ঠকে বলেন, আমি এখনো সুস্থ আছি। আমার শরীরে তেমন কোন সমস্যাই নেই। তিনি করোনা মুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
উল্লেখ্য, গতকাল ১৬ই জুন শনাক্ত হওয়া ১০জনসহ জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৩২ জনে উন্নীত হলো। আক্রান্তদের মধ্যে ৫৩জন চিকিৎসা গ্রহণ করে সুস্থ্য এবং ২জন মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত অন্যান্যরা হাসপাতাল ও নিজ নিজ বাড়ীতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!