॥মনির হোসেন॥ করোনা ভাইরাস সংকট মোকাবেলায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ৩৫০টি কর্মহীন পরিবারের কাছে জনপ্রতি ১০ কেজি চাল ২ কেজি আলু পৌঁছে দেয়া হয়েছে।
গতকাল ৩০শে এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক দুরুত্ব বজায় রেখে করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এর নির্দেশনায় ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুলের তত্ত্বাবধানে ধারাবাহিকভাবে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
ত্রাণ বিতরণকালে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ হালিমা বেগম, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ লুৎফর রহমান মোল্লা, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল করিম মোল্লা, উপজেলা যুবলীগের নেতা ও ইউপি সদস্য জামির হোসেন জয়, যুবলীগ নেতা ও ইউপি সদস্য ফারুক হোসেন, বোয়ালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম সোহাগ, ইউনিয়ন পরিষদের সচিব আবদুল গফুর মোল্লা, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার আব্দুল জব্বার ও কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা, আনোয়ার মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।