রবিবার, ০৫ মে ২০২৪, ০৯:২২ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ঢাকা থেকে পালিয়ে আসা করোনায় আক্রান্ত স্বামী-স্ত্রী রাজবাড়ীতে উদ্ধার॥বালিয়াকান্দিতে মৃত ব্যক্তির করোনা ছিল

  • আপডেট সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

॥সোহেল মিয়া/দেবাশীষ বিশ্বাস॥ ঢাকা থেকে পালিয়ে আসা করোনা ভাইরাসে আক্রান্ত স্বামী-স্ত্রীকে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা(বড়পুল রতন ক্লিনিকের সামনে থেকে) থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টায় উদ্ধার করেছে জেলা স্বাস্থ্য বিভাগ ও সদর থানা পুলিশ।

উদ্ধারকৃতরা হলেন ঃ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের বাসিন্দা তছিকুল ইসলাম(৩১) ও তার স্ত্রী শিল্পী বেগম(২৪)।

উদ্ধারকৃত তছিকুল ইসলাম মোবাইলে বলেন, ‘আমি আমার স্ত্রী ও ৫বছর বয়সী ছেলেকে নিয়ে ঢাকার কামরাঙ্গীরচর রনি মার্কেট এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের এক চিকিৎসকের প্রাইভেটকার গাড়ি চালাই। গত বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএসএমএমইউ) হাসপাতালে পরীক্ষার পর আমার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে এবং গতকাল বৃহস্পতিবার আমার স্ত্রীর শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। তবে আমার ছেলের শরীরের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসে।’

তিনি আরও বলেন, ‘বিএসএমএমইউ-এর চিকিৎসকরা আমাদের বাসায় হোম কোয়ারেনটাইনে থাকার পরামর্শ দেন। কিন্তু আমার ছেলেটাকে কার কাছে রাখবো সে কথা চিন্তা করে শুক্রবার সকাল ৭টার দিকে আমরা ঢাকা থেকে পালিয়ে কুষ্টিয়ায় গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা দিই। সন্ধ্যায় রাজবাড়ীর বড়পুল এলাকায় এলে পুলিশ আমাদের ধরে এ্যাম্বুলেন্সে করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। এইমাত্র আমরা হাসপাতালে এসে পৌঁছালাম। এখানে আমাদের ভর্তির প্রক্রিয়া চলছে।’

রাজবাড়ী সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) মোঃ আমিনুল ইসলাম বলেন, ‘করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওই দম্পতি ঢাকা থেকে পালিয়ে কুষ্টিয়া যাচ্ছিলো। এ তথ্য পেয়ে আমরা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রাজবাড়ী শহরের বড়পুল এলাকা থেকে একটি ব্যাটারী চালিত অটোবাইক থেকে তাদের উদ্ধার করি। পরে সদর হাসপাতালের এ্যাম্বুলেন্সে করে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।’

অপরদিকে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গত বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া মোসলেম উদ্দিন করোনায় আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।

গতকাল শুক্রবার রাতে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম মোবাইলে বলেন, মোসলেম উদ্দিন বিশ্বাস নারায়নগঞ্জ জেলার শ্রমিক হিসাবে কাজ করতেন। গত ২১শে এপ্রিল সর্দি, ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ওই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে রাজবাড়ী প্রেরণ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। গত বুধবার ১১টায় রাজবাড়ী সদর হাসাপালে তার নমুনা সংগ্রহ করা হলে আজ শুক্রবার যে ঢাকা থেকে আসা প্রতিবেদন থেকে জানা যায় মৃত মোসলেম উদ্দিন বিশ্বাস করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। তিনি আরো জানান, আজ শুক্রবার আইইডিসিআর থেকে প্রাপ্ত ৩৯ জনের মধ্যে ৩৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম বলেন, মৃত মোসলেম উদ্দিন বিশ্বাস নারায়নগঞ্জের অস্থায়ীভাবে বসবাস করতেন। তার গ্রামের বাড়ী বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের চাষাবিলা। শুক্রবার রাতে সিভিল সার্জন জানিয়েছেন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। যেহেতু তিনি করোনা উপসর্গ নিয়ে মারা যাবার কারণে আমরা অল্প কয়েকজন মিলে দাফনের অনুমতি দেই। তার দাফনে যারা অংশগ্রহণ করেছিলেন সবাইকে হোম কোরায়েন্টিনে রাখার ব্যবস্থা গ্রহন করা হবে।

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!