Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দির জামালপুরে সরকারী খালে গরুর খামারের বর্জ্য ফেলায় জনদুর্ভোগ॥গণঅভিযোগ দাখিল

॥তনু সিকদার সবুজ॥ বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের স্বর্পবেতেঙ্গা গ্রামে সরকারী খালে গরুর খামারের দূষিত বর্জ্য ফেলে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি করেছে স্থানীয় তোফেল সেখ নামে এক প্রভাবশালী।

এতে ব্যাপক জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। এর থেকে পরিত্রাণ পেতে এলাকাবাসীর পক্ষ থেকে গতকাল ১৮ই এপ্রিল দুপুরে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি ৩০জনের স্বাক্ষরিত একটি গণঅভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, জামালপুর ইউনিয়নে চন্দনা নদী থেকে উৎপত্তি হয়ে স্বর্পবেতেঙ্গা গ্রামের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ঘোড়াদার বিলে মিলিত সরকারী খাল ও পার্শ্ববর্তী কবরস্থান ঘেঁষে দীর্ঘদিন ধরে এলাকার প্রভাবশালী মৃতঃ বিশু সেখের ছেলে তোফেল সেখ অপরিকল্পিতভাবে একটি গরুর খামার গড়ে তুলেছে। ওই গরুর খামারের দূষিত বর্জ্য ফেলার ফলে খালটির বেশ কিছু অংশ প্রায় ভরাট হয়ে গেছে। এর পাশাপাশি দূষিত বর্জ্য পঁচে দুর্গন্ধের ফলে আশপাশের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। স্থানীয় মানুষের মধ্যে ম্যালেরিয়া, ডেঙ্গুসহ বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। এলাকাবাসী বার বার নিষেধ করলেও গরুর খামারের মালিক তা অগ্রাহ্য করে যাচ্ছে। বর্জ্য ফেলতে বাধা দেয়ায় স্থানীয় মিজান, মুস্তাফিজসহ কয়েকজনকে মারপিট করে আহত করেছে। এছাড়া নিজের গরু মেরে ফেলে প্রতিবাদকারীদের ফাঁসানোর হুমকি দিয়ে আসছে। এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে অবগত করেও কোন পরিত্রাণ মেলেনি। এর ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যেকোন সময় সংঘর্ষও ঘটতে পারে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম গণঅভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার কাছে একটি অভিযোগ এসেছে। সেটি তদন্তের জন্য উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার নিকট পাঠিয়েছি। প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।