মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে এমপি পুত্র আশিক মাহমুদ মিতুলের উদ্যোগে ৮হাজার শিশুর জন্য শিশু খাদ্য বিতরণ

  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

॥দেবাশীষ বিশ্বাস॥ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন, হতদরিদ্র-দুস্থ পরিবারের ৬মাস থেকে ২বছর বয়সী শিশুরা যেন পুষ্টিহীনতায় না ভোগে সেই জন্য বিনামূল্যে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের নির্দেশনায় তার জ্যেষ্ঠ পুত্র ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুলের ব্যক্তিগত উদ্যোগে রাজবাড়ীর পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায় ৮হাজার শিশুর জন্য শিশু খাদ্য বিতরণ করেছেন।

কর্মহীন, হতদরিদ্র-দুস্থ পরিবারের ৬মাস থেকে ২বছর বয়সী শিশুরা এই কর্মসূচির আওতায় ঘরে বসে বিনামূল্যে খাদ্য সহায়তা পাবে। প্রত্যেক শিশুর জন্য বিতরণকৃত প্রতি প্যাকেটে শিশু খাদ্য হিসেবে সুজি, চাল, ডাল, তেল, মিষ্টি কুমড়া, চিনিসহ পুষ্টিসমৃদ্ধ শিশু খাবার রয়েছে।

শনিবার ১৮ই এপ্রিল দুপুরে পাংশা উপজেলায় জেলা পরিষদের ডাক বাংলো থেকে ভ্যান যোগে পাংশা পৌরসভা এলাকার ১হাজার বাড়ীতে শিশু খাদ্য পৌছে দেবার মাধ্যমে এ শিশু খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এমপি পুত্র আশিক মাহমুদ মিতুল।

শিশু খাদ্য বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে উদ্যোগতা আশিক মাহমুদ মিতুল জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারের শিশুরা যেন পুষ্টিহীনতায় না ভোগে সেই ধারণা থেকে এই কার্যক্রম শুরু করা হলো।

শিশু খাদ্য বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, পাংশা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নুজহাত তাসনীম আওন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এফ এম শফিউদ্দিন পাতা, জেলা পরিষদের সদস্য ও কালুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মজনু, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তরুন কুমার বিশ্বাস, পাংশা পৌর আওয়ামীলীগের সহ সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী দিপক কুন্ডু, পাংশা উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তৈয়বুর রহমান, উপজেলা কমিউনিটি মেডিকেল অফিসার মনোয়ার হোসেন জনি, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফসহ অনান্যরা উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!