॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ মৌরাট ইউপির খান্দুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ থেকে গতকাল রবিবার ভোর রাতে সন্ত্রাসী আজিদ মন্ডল (৩০)কে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে।
ধৃত আজিদ মন্ডল মৌরাট ইউপির জীবননালা মধ্যপাড়া গ্রামের মৃত শওকত মন্ডলের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আহসান উল্লাহ’র নেতৃত্বে এস.আই রবিউল ইসলাম ও এস.আই ননী গোপাল সরকারসহ সঙ্গীয় পুলিশ গতকাল রবিবার ভোররাত তিনটার দিকে অভিযান চালিয়ে খান্দুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় একশত গজ দক্ষিণে খেলার মাঠ থেকে ১টি দেশীয় তৈরী ওয়ানশুটার গানসহ আজিদ মন্ডলকে গ্রেফতার করে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আজিদ মন্ডলের সাথে থাকা অন্যরা পালিয়ে যায়। দুর্বৃত্তরা অপরাধ কর্মকান্ড পরিচালার উদ্দেশ্যে খান্দুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে বসে গোপন বৈঠক করছিল বলে পুলিশ জানায়।
এ ব্যাপারে এস.আই ননী গোপাল সরকার বাদী হয়ে পাংশা মডেল থানায় আজিদ মন্ডলসহ অজ্ঞাত আরও ৩/৪ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। মামলা নং-১, তাং-০৫/০৪/২০২০ইং।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ জানান, খান্দুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে দুর্বৃত্তদের গোপন বৈঠকের খবর পেয়ে গভীর রাতে সেখানে অভিযান চালিয়ে দেশীয় তৈরী ১টি ওয়ান শুটার গানসহ সন্ত্রাসী আজিদ মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদকের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।