Site icon দৈনিক মাতৃকণ্ঠ

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গোয়ালন্দে পুলিশের কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

॥এম.এইচ আক্কাছ॥ করোনা ভাইরাস সংক্রমণ রোধে ও জনসেবায় রাজবাড়ী জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন করতে সংক্ষিপ্ত সফরে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(অপারেশন এন্ড ইন্টেলিজেন্স) ও রাজবাড়ীর সাবেক পুলিশ সুপার জিহাদুল কবির,বিপিএম-পিপিএম গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা পরিদর্শন করেন।
তিনি দৌলতদিয়া ঘাটে পুলিশ বক্স পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম-বার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শেখ শরীফ-উজ-জ্জামান ও গোয়ালন্দ ঘাট থানা ওসি মোঃ আশিকুর রহমান,পিপিএম প্রমুখ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির উপস্থিত সাংবাদিদের বলেন, সারা বিশ্বে করোনা ভাইরাসের প্রভাবে মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। আমাদের দেশেও এর প্রভাব পড়েছে। এতে করে মানুষ বর্তমানে কোয়ারেন্টাইনে আছে। সরকার দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই সময় সবাইকে অনুরোধ করব সবাই যেন ঘরে থাকে। প্রয়োজনে বাহিরে বের হতে হলে অবশ্যই মাস্ক, হ্যান্ড গ্লাভস পড়ে বেড় হতে হবে।
এ সময় তিনি দৌলতদিয়া ঘাটে রিক্সা চালক ও মহিলা পথচারীদের মধ্যে রাজবাড়ী জেলা পুলিশের তৈরী হ্যান্ড স্যানিটাইজার এবং সাংবাদিকদের মধ্যে মাস্ক বিতরণ করেন। এরপর তিনি পুনরায় ঢাকার উদ্দেশ্যে দৌলতদিয়া ঘাট ত্যাগ করেন।