॥শিহাবুর রহমান॥ তিন বেলা খাবার পাচ্ছে রাজবাড়ী রেলস্টেশনে আটকে থাকা উত্তরবঙ্গের সেই অর্ধশতাধিক দিন মজুর। দ্বিতীয় দিনের মতো গতকাল ২৯শে মার্চও তাদেরকে খাবার দেয়া হয়েছে।
জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি আবুল কালাম জানান, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসমগম এড়াতে গত ২৫শে এপ্রিল থেকে রাজবাড়ীতে ট্রেন ও বাস চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উত্তরবঙ্গ থেকে কাজ করতে আসা প্রায় অর্ধশতাধিক দিন মজুর রাজবাড়ী রেলস্টেশনে আটকা পড়ে যান। দিনে বেলায় অনেকেই কাজের খোঁজে বের হোন কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোথাও কাজ পাচ্ছেন না তারা। বর্তমানে তাদের কাছে খাওয়ার মতো কোন টাকা পয়সা না থাকায় অনাহারে দিন কাটাচ্ছেন। তাই আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের খাওনোর উদ্যোগ নিয়েছি। গত ২৮শে মার্চ রাজবাড়ীর মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ডাঃ কামরুল হাসান লালী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল ও শহর কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আঃ সাত্তার মন্ডলের আর্থিক সহযোগিতায় স্টেশনে আটকে থাকা মানুষের মধ্যে দুপুরে ও রাতে খাবারের ব্যবস্থা করা হয়।
গতকাল ২৯শে মার্চ সকালে তাদেরকে নাস্তা দেয়া হয়। দুপুরে শহরের ভবানীপুর এলাকার মেহেদী হাসান, শেখ মোঃ ফারহান ও নাজমুল সাকিব নামে তিন তরুণের উদ্যোগে খাবার বিতরণ করা হয়। রাতে কমিউনিস্ট পার্টির উদ্যোগে তাদেরকে খাবার দেয়া হয়।
উল্লেখ্য, গত ২৮শে মার্চ রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান রাজবাড়ী রেলওয়ে স্টেশনে এই শ্রমিকদের মধ্যে বিভিন্ন ধরনের শুকনা প্যাকেট(চাল, তেল, ডাল, চিনি, লবণ, চিড়া, নুড়ুলস) বিতরণ করেন। এ সময় এসিল্যান্ড মোঃ আরিফুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।