॥হেলাল মাহমুদ॥ গতকাল ১৯শে মার্চ সকালে দৌলতদিয়া ঘাটে ফেরীতে ওঠার সময় কুচি পাথর বোঝাই একটি ট্রাক নদীতে পড়ে যায়।
বেনাপোল থেকে ছেড়ে আসা মাসুদ মটরস কোম্পানীর ট্রাকটি(ঢাকা-মেট্রো-ট-১৪-০৮৪৭) দৌলতদিয়ার তিন নম্বর ফেরী ঘাট দিয়ে ফেরীতে ওঠার সময় ট্রাকটির চালক শরীফুল(৪০) নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। পরে সে সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হয়। ট্রাকটি উদ্ধার করার জন্য ‘আমির হামজা’ নামক একটি ক্রেন ইতিমধ্যে ঘাটে অবস্থান নিয়েছে।
মাসুদ মটরস কোম্পানীর অন্য একটি ট্রাকের চালক মেরাজ হোসেন বলেন, আমি ও শরীফুল বেনাপোল থেকে ট্রাক নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে দৌলতদিয়ার তিন নম্বর ফেরী ঘাটের কাছে এসে ফেরীতে ওঠার সময় পন্টুন থেকে গড়িয়ে নদীর মধ্যে পড়ে যায়। মনে হয় ট্রাকটির চাকায় হাওয়া কম থাকার কারণে সেটিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি বলেন, ট্রাকটি নদীর পানির প্রায় ৫০ ফুট পানির নীচে ডুবে যাওয়ায় ‘আমির হামজা’ নামক উদ্ধারকারী জাহাজ এনে উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে।