॥স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ থাকায় আজ ১৮ই মার্চ থেকে আগামী ২৪শে মার্চ পর্যন্ত দুই দফায় অনুষ্ঠিতব্য হাম-রুবেলা ভাইরাসের টিকাদান ক্যাম্পেইন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের কারণে সরকারী নির্দেশনার আলোকে স্কুল বন্ধ থাকায় দেশব্যাপী অনুষ্ঠিতব্য এই হাম-রুবেলা ভাইরাসের টিকাদান ক্যাম্পেইন স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, এবারের হাম-রুবেলা ভাইরাসের টিকাদান ক্যাম্পেইনে রাজবাড়ী জেলার ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী ২ লক্ষ ৫০ হাজার ৮৬২ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেয়ার কথা ছিল। এ জন্য জেলার ১ হাজার ১৩১টি অস্থায়ী, ৫টি স্থায়ী ও ১ হাজার ৩৮টি স্কুলসহ মোট ২ হাজার ১৭৪টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমে ১২৮ জন স্বাস্থ্য সহকারীসহ মোট ৪১৬ জন টিকাদান কর্মীকে নিয়োজিত করা হয়েছিল। প্রথম দফায় স্কুলগুলোতে এবং পরবর্তীতে বাদ পড়াদের স্থায়ী-অস্থায়ী টিকাদান কেন্দ্রগুলোতে এই হাম-রুবেলা ভাইরাসের টিকা দেয়ার কথা ছিল।