সোমবার, ১৫ এপ্রিল ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

  • আপডেট সময় বুধবার, ১৮ মার্চ, ২০২০

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ করোনা ভাইরাসের কারণে জনসমাগম পরিহার করার লক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসন সীমিত কর্মসূচী পালনের মধ্যদিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল ১৭ই মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সাথে রাজবাড়ী পুলিশ লাইন্সে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সূচনা করা হয়। একই সময়ে সকল সরকারী/বেসরকারী ভবন/প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল ৯টা থেকে শুরু হয়ে সুবিধামত সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এবং জেলা প্রশাসক দিলসাদ বেগম আনুষ্ঠানিকভাবে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-বার, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম, জেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, রাজবাড়ী পৌরসভার পক্ষে মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ভারপ্রাপ্ত কমান্ডার জেলা প্রশাসক দিলসাদ বেগম ও অন্যান্য মুক্তিযোদ্ধাগণ, সদর হাসপাতালের পক্ষে তত্ত্বাবধায়ক ডাঃ দীপক কুমার বিশ্বাস, এলজিইডির পক্ষে নির্বাহী প্রকৌশলী বিমল কুমার দাস, সড়ক ও জনপথ বিভাগের পক্ষে নির্বাহী প্রকৌশলী(চঃ দাঃ) কে.বি.এম সাদ্দাম হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষে উপ-পরিচালক গোপাল কৃষ্ণ দাস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষে উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস, রাজবাড়ী সরকারী মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, জেলা নির্বাচন অফিসের পক্ষে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর পক্ষে সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, দৈনিক মাতৃকণ্ঠ, সাপ্তাহিক সাহসী সময়-সাপ্তাহিক রাজবাড়ী সংবাদ ও রাজবাড়ী টিভি’র পক্ষে সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির পক্ষে সভাপতি মোঃ ইউসুফ মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ শিহাবুর রহমানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ এবং জেলার বিভিন্ন সরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
জেলা প্রশাসন ও জেলা পুলিশের শ্রদ্ধার্ঘ্য অর্পণকালে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) খন্দকার মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) ফজলুল করিম, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ শেষে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এবং সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম বঙ্গবন্ধুর ভাস্কর্য চত্বরে ১০০টি বেলুন উড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এরপর জেলা প্রশাসক দিলসাদ বেগমসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ রাজবাড়ী শিশু পার্ক পরিদর্শন করেন। পার্ক পরিদর্শন শেষে জেলা প্রশাসক দিলসাদ বেগম ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ রাজবাড়ী সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান ও সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমানসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও বাদ জোহর সকল মসজিদে এবং সুবিধামত সময়ে মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, দুপুর ১টায় জেলা কারাগার, সরকারী হাসপাতাল, সরকারী শিশু পরিবার ও ডাঃ আবুল হোসেন ট্রাস্ট এতিমখানায় উন্নতমানের খাবার ও মিষ্টি পরিবেশন, সন্ধ্যায় গুরুত্বপূর্ণ সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত ও বেসরকারী ভবনসমূহে আলোকসজ্জা এবং শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ নানা বর্ণের পতাকা দ্বারা সুসজ্জিতকরণ, রাত ৮টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে আতশবাজী ফোটানোর মধ্য দিয়ে কর্মসূচী সমাপ্ত হয়।
উল্লেখ্য, দিবসটি উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হলেও পরবর্তীতে করোনা ভাইরাসের কারণে সরকারী নির্দেশনা অনুযায়ী ব্যাপক জনসাগম পরিহার করে কর্মসূচী সংক্ষিপ্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!