॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামে আসজাদ হোসেন আরজু নামে এক আওয়ামী লীগ নেতার বাড়ীর গেটে গত ১৫ই মার্চ সন্ধ্যায় বোমা রেখে আতংক সৃষ্টি করা হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং পূর্ব উড়াকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আসজাদ হোসেন আরজু বলেন, গত ১৫ই মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি অপরিচিত নম্বর থেকে আমার মোবাইলে ফোন করে উড়াকান্দা বাজারে আমার দোকানে যেতে বলে। কিন্তু ফোনকারী পরিচয় না দেয়ায় আমি সেখানে যেতে অস্বীকার করি। পরে আবারও ফোন করে বলে যে, ‘আসতে বললাম-আসলি না, এখন দেখ তোর কী অবস্থা হয়। গেটের সামনে একটি ব্যাগ রাখা আছে দেখ।’ পরে আমি ঘর থেকে বের হয়ে দেখি আমার বাড়ীর গেটের সাথে একটি ব্যাগ ঝুলিয়ে রাখা আছে। পরে স্থানীয়দের ডেকে লাঠি দিয়ে সেটিকে নীচে নামিয়ে থানায় খবর দেই। পরে পুলিশ গিয়ে ব্যাগের মধ্যে রাখা লাল রংয়ের টেপ দিয়ে পেঁচানো বোমার মতো ২টি বস্তু এক বালতি পানির মধ্যে রেখে বালুর বস্তা দিয়ে ঘিরে রেখে আসে এবং সোমবার (গতকাল ১৬ই মার্চ) দুপুরের দিকে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। আমার ধারণা, এলাকার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী-অস্ত্রবাজদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় আমাকে ভয় দেখাতে এ কাজ করা হয়েছে।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, বোমার মতো জিনিসগুলো আসলেই বোমা কিনা তা পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটকে দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে।