॥সোহেল মিয়া॥ বালিয়াকান্দি উপজেলার আয়কর আইনজীবী সুজন চক্রবর্তী বাংলাদেশ কোম্পানী ল’ প্র্যাকটিসনার্স সোসাইটির নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। কিছু দিন আগে তিনি ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের নির্বাচনে(২০২০-২০২১) নির্বাহী সদস্য পদে নির্বাচিত হন।
সুজন চক্রবর্তী রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাথেও জড়িত। তিনি ছাত্র জীবনে ছাত্রলীগের নেতা ছিলেন। এছাড়া তিনি বৃহত্তর ফরিদপুর কর আইনজীবী সমিতির যুগ্ম-সম্পাদক, বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের নির্বাচিত কার্যকরী সদস্য, বঙ্গবন্ধু গবেষণা সংসদের নির্বাহী সদস্য এবং ঢাকাস্থ বালিয়াকান্দি উপজেলা সমিতির শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক।
সুজন চক্রবর্তী বলেন, আমাকে বাংলাদেশ কোম্পানী ল’ প্র্যাকটিসনার্স সোসাইটিতে নির্বাহী সদস্য নির্বাচিত করায় মনোনয়ন বোর্ডের সকল সম্মানিত সদস্য ও শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি যেন সততার সাথে এই দায়িত্ব পালন করে যেতে পারি সে জন্য সবার দোয়া চাই।
উল্লেখ্য, সুজন চক্রবর্তী ১৯৭৯ সালের ২৫শে ডিসেম্বর বালিয়াকান্দি উপজেলার পাটুরিয়া গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নিমাই চক্রবর্তী।