॥হেলাল মাহমুদ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় আগামী ২৯শে মার্চ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নিবাচনে গতকাল শনিবার সন্ধ্যায় নৌকা প্রতীকের প্রার্থী মোস্তফা মুন্সির প্রচার মাইকের রিক্সা চালক বাবু সরদার (৪৮)কে মারধোর ও মাইক ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
গোয়ালন্দ হাসপাতালের ভর্তি থাকা বাবু সরদার বলেন, আমি সন্ধ্যা ৭টার দিকে দেবগ্রামে প্রচার মাইক নিয়ে যাচ্ছিলাম হঠাৎ একদল সন্ত্রাসী আমার কাছে এসে প্রচার মাইকটি থামাতে বলে, আমি সরল মনে রিক্সাটি দাঁড় করালে সঙ্গে সঙ্গে লাঠিসোটা দিয়ে অর্তকিতভাবে সন্ত্রাসীরা আমার উপর হামলা চালায়, তখন আমি চিৎকার করলে আশেপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে গোয়ালন্দ হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত বাবু সরদার জুড়ান মোল্লার পাড়ার গ্রামের মৃত ফজের সরদারের ছেলে।
তিনি আরো বলেন, সন্ত্রাসীরা আমাকে মারপিট করে যাওয়ার সময় প্রকাশ করে নির্বাচনী প্রচারণা চালালে মোঃ নুরুল ইসলাম মন্ডলের ঘোড়া প্রতীকের প্রচারণা করবি। নইলে প্রাণ যাবে। মুখচেনা এসব সন্ত্রাসীদের পুনরায় দেখলে চিনতে পারবো।
গোয়ালন্দ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ চন্দন বলেন, তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন থাকায় আমরা তাকে হাসপাতালে পর্যবেক্ষনে রেখেছি।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ আশিকুর রহমান জানান, ঘটনাটি শোনার পর আমি সংঙ্গে সংঙ্গে হাসপাতালে গিয়ে আহত বাবু সরদারকে দেখে এসেছি। তবে বাবু সরদারের পক্ষ হতে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি বলে জানান তিনি।