॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউপির জোনাপাট্টা গ্রামে গত ১০ই মার্চ দুপুরে অগ্নিকান্ডে অনিল কুমার, স্বপন কুমার, সুকুমার ও মনোরঞ্জন মন্ডল ৪টি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।
গত মঙ্গলবার দুপুর ১টার দিকে রান্নাঘর থেকে সৃষ্ট অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারের পরিধেয় কাপড় ছাড়া সবকিছু পুড়ে ছাই হয়েছে।
খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের ফলে প্রতিবেশী কয়েকটি পরিবারের ঘরবাড়ী রক্ষা পায়।
পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুর ১টার দিকে জোনাপাট্টা গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের অগ্নিনির্বাপণের মহড়ার সময় খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই উল্লেখিত ৪টি পরিবারের ৩টি টিনের বসতঘর, ঘরে রক্ষিত সমুদয় আসবাবপত্র ও মালামাল, ৩টি রান্নাঘর ও ১টি গোয়ালঘর অগ্নিকান্ডে ভস্মিভূত হয়। রান্না ঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে।