॥তনু সিকদার সবুজ॥ বালিয়াকান্দিতে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ১০ই মার্চ সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বের করা হয় র্যালী।
র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর সেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা, বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের টিম লিডার রেজউল হক প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাসিনা ফাহমিদা বানু, আমার বাড়ী আমার খামার প্রকল্পের কর্মকর্তা বিধান কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা পর্বের শেষে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করে।