॥মনির হোসেন॥ গণযোগাযোগ অধিদপ্তরের ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলা তথ্য অফিস ও কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১০ই মার্চ সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২দিনব্যাপী ‘শিশু মেলা’র উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলালের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার শাহিন মিয়া।
অন্যান্যের মধ্যে কালুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম খায়ের, কালুখালী থানার পরিদর্শক (তদন্ত) সহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ প্রাথমিক শিক্ষা, শিশু ও নারীর অধিকার ও নিরাপত্তা, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, নারী ও শিশু নির্যাতন রোধ, নিরাপদ মাতৃত্ব, জেন্ডার (নারী-পুরুষের) সমতা, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ, যৌতুক-বাল্য বিবাহ প্রতিরোধ, মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এছাড়া উদ্বোধন অনুষ্ঠানের আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি আশপাশের এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
উল্লেখ্য, দুই দিনব্যাপী শিশু মেলায় কালুখালী উপজেলার ৯টি দপ্তর ও জেলা তথ্য অফিসের মোট ১০টি স্টল রয়েছে। আজ ১১ই মার্চ বিকালে সমাপনী অনুষ্ঠানে আলোচনা, পুরস্কার বিতরণ ও চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে এই শিশু মেলা সমাপ্ত হবে।