রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

দেশে নতুন করে করোনা ভাইরাসে আর কেউ আক্রান্ত হয়নি —-আইইডিসিআর

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০

॥স্টাফ রিপোর্টার॥ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রন এবং রোগ গবেষণা ইনিস্টিটিউট (আইইডিসিআর) গতকাল ৯ই জানিয়েছে, বাংলাদেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত ৩জন সনাক্ত হবার পর গত ২৪ ঘন্টায় নতুন করে আর করোনা ভাইরাসে(কোভিড-১৯) আক্রান্ত হবার কোন তথ্য জানা যায়নি। আক্রান্ত ৩জনের অবস্থা বর্তমানে স্থিতিশিল রয়েছে। হাসপাতালে তাদেরকে পর্যবেক্ষনে রাখা হয়েছে।
আইইডিসিআর’র পরিচালক ডা. মীর্জাদে সাবরিনা ফ্লোরা গতকাল সোমবার নগরীর মহাখালীতে আইডিসিআর’র মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, হাসপাতালে পর্যবেক্ষনে থাকা করোনা ভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত তিন জনের অবস্থা স্থিতিশিল রয়েছে।
তিনি বলেন, গতকালের পর থেকে ২৪ ঘন্টায় নতুন করে আর কারো আক্রান্ত হবার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার কোন প্রয়োজন নেই।
স্বাস্থ্য সেবা অধিদফতরের মহাপরিচালক(ডিজিএইচএস) অধ্যাপক আবুল কালাম আজাদ, বাংলাদেশে নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি ড. বর্ধন জং রানা এবং আইইডিসিআর’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এএসএম আলমগীর ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ অনুষ্ঠানে জানান, করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য সারাদেশে সরকারী হাসপাতালে পৃথক ইউনিট করা হয়েছে। বেসরকারী হাসপাতালগুলোতেও অনুরুপ পৃথক ইউনিট করা হবে। তিনি মাস্ক এবং হাতধোয়া সাবান নিয়ে অযথা বিশৃঙ্খলা সৃষ্টি না করতে সকলের প্রতি আহবান জানান।
তিনি বলেন, খুব শিগগির বাজারে এর স্বল্পতা নিরসন হবে। স্বাস্থ্য অধিদফতরের প্রধান আবুল কালাম আজাদ আতঙ্কিত না হতে এবং কোন ধরনের গুজব না ছড়াতে জনগনের প্রতি আহবান জানিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঢাকা প্রতিনিধি ড. রাণা তার সংস্থার পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে বাংলাদেশ করোলা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা প্রকাশ করেন।
আইইডিসিআর’র পরিচালক সাবরিনা ফ্লোরা বিদেশ ফেরতদেরকে নিজস্ব কোয়ারেন্টাইনে অবস্থান করার পরামর্শ দিয়েছেন। তিনি অন্য কারো সাথে মেলামেশা না করার অনুরোধ জানান।
তিনি আরো বলেন, বিদেশ থেকে কেউ আসলেই, তিনি করোনা ভাইরাসের জীবানু বহন করে নিয়ে এসেছেন, এমনটি ভাববার কোন কারন নেই। ফ্লোরা পরিবারের সদস্য এবং বিদেশ থেকে দেশে আসা প্রতিবেশীর সঙ্গে সহমর্মিতা দেখানোর অনুরোধ জানান।
তিনি বলেন, এ পযর্ন্ত বিদেশ থেকে যতো লোক দেশে এসেছেন, তাদের সকলেই করোনা ভাইরাসে আক্রান্ত নয়। তিনি আরো বলেন, বিদেশ থেকে যারা দেশে ফিরে আসছেন, তাদেরকে একটি বাজে অবস্থার মুখোমুখি হতে হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে কোন ভুল তথ্য প্রচার ও জনমনে আতঙ্ক সৃষ্টি হতে পারে এমন তথ্য প্রচার না করতে সকলের প্রতি আহবান জানান।
এছাড়া করোনা ভাইরাস সংক্রান্ত যেকোন ধরনের বিভ্রান্তি নিরসন অথবা সহায়তার জন্য জনগণকে চারটি হট-লাইন নম্বরগুলো হচ্ছে- ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০৯১১, ০১৯২৭৭১১৭৮৪ এবং ১৯২৭৭১১৭৮৫।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!