॥স্টাফ রিপোর্টার॥ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে গতকাল ৮ই মার্চ সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস, জেলা মহিলা পরিষদের সভাপতি লাইলী নাহার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান তানিয়া সুলতানা কংকন প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন ডাঃ আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক শামীমা আক্তার মুনমুন।
সভায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, ‘আমাদের সরকার নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছে। আমাদের বর্তমান জেলা প্রশাসক একজন নারী, যিনি সফলভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। নারীরা মায়ের জাতি। সকল নারীকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। নারীদেরও আরো সহনশীল হতে হবে।’ বক্তব্যের শেষে তিনি নারীদের নিয়ে একটি গান পরিবেশন করেন।
জেলা প্রশাসক দিলসাদ বেগম আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ‘নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার ফলে নারীরা সকল কাজে অংশগ্রহণ করছে। দেশের উন্নয়ন-অগ্রগতিতে অবদান রাখছে।’
বিভিন্ন নারী সংগঠন ও নানা শ্রেণী-পেশার নারীরা র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।