॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ী শহরে বালুবাহী ট্রাক চলাচলে ৯০ শতাংশ শৃঙ্খলা ফিরেছে বলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অবহিত করেছেন পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী।
গতকাল ৮ই মার্চ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কমিটির সভাপতি ও জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে কমিটির উপদেষ্টা রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-বার, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) খন্দকার মুশফিকুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারগণ এবং বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।
সভার শুরুতে কমিটির সদ্য প্রয়াত সদস্য ও জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমেদ নিজাম মন্টু’র স্মরণে ১মিনিট নীরবতা পালন ও দোয়া-মোনাজাত করা হয়।
সভায় কমিটির উপদেষ্টা রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, বর্তমানে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। মহান স্বাধীনতার মাসে মুজিববর্ষ শুরু হবে বিধায় চলতি মাসটি সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে পুলিশ যাতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারকে অনুরোধ জানাচ্ছি।
এছাড়াও রাজবাড়ী শহর রক্ষা বেড়িবাঁধের উন্নয়ন কাজ চলমান থাকা অবস্থায় পদ্মা নদীতে ড্রেজিংয়ের উত্তোলিত বালু নদীর মধ্যেই ফেলা হচ্ছে উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, আগামী ১৭ই মার্চ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতির জনকের জন্মশতবার্ষিকী শুরু হবে। রাজবাড়ীতে সারা বছরব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন সরকারী-বেসরকারী বিভাগ কর্তৃক যথাযথভাবে দিবসটি পালনের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করি, আমরা রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনেক সুন্দরভাবে মুজিববর্ষ উদযাপন করতে পারবো।