॥হেলাল মাহমুদ॥ রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মরডাঙ্গা সেকান্দারিয়া ফাযিল(ডিগ্রী) মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল ৮ই মার্চ দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
মাদ্রাসার গভর্নিং বডি’র সহ-সভাপতি মজিবর রহমান রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আলমগীর হোসেন, অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন, খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম লাল, খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজ উদ্দিন বিশ্বাস, পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাসান মাহমুদ, শিক্ষক আমিন সরদার, সৈয়দ আহম্মদ খান, মসিউর রহমান, নিমাই চন্দ্র বিশ্বাস, আলতাফ হোসেন, হাফিজা খানম, মসৃন আরা, দীপিকা রাণী ও হাবিবা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, একসময় মাদ্রাসাটি বিএনপি-জামাত দ্বারা নিয়ন্ত্রিত ছিল। মাদ্রাসার যারা শিক্ষক রয়েছেন তাদের দায়িত্ব হলো ছাত্র-ছাত্রীদের মানুষ হিসেবে গড়ে তোলা। কেউ যদি এখান থেকে অরাজকতা করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আজ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে। আমাদেরকে নারীদের সম্মান করতে হবে। তাদেরকেও জীবন গড়ার কাজে মনোনিবেশ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যেভাবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন নারী হিসেবে সফলতার সাথে দেশ পরিচালনা করে যাচ্ছেন।