॥শেখ মামুন॥ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজবাড়ী পৌরসভার আয়োজনে গতকাল ৮ই মার্চ সকালে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী পৌরসভা চত্বর থেকে র্যালীটি বের হয়ে প্রধান সড়ক দিয়ে রাজবাড়ী রেলগেট-হাসপাতাল সড়ক-পাবলিক হেলথ হয়ে একই স্থানে এসে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত আলোচনাকালে পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, আমাদের জনসংখ্যার অর্ধেকই নারী। কাজেই তাদেরকে বাদ দিয়ে কোনভাবেই এগিয়ে সম্ভব নয়। এ জন্য নারীদের প্রতি বৈষম্য নিরসন করে তাদেরকে ক্ষমতায়নের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
পৌরসভার নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর মরিয়ম কাজী, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর ফারজানা আলম ডেইজী, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা শাহনাজ পারভীনসহ কাউন্সিলরগণ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও প্রতিটি ওয়ার্ড থেকে আসা বিভিন্ন শ্রেণী-পেশার নারীরা এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন। এলজিইডি’র ইউজিআইআইপি-৩ প্রকল্প এই কর্মসূচী আয়োজনে রাজবাড়ী পৌরসভাকে সহযোগিতা করে।