॥শিহাবুর রহমান॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শতভাগ বিদ্যুতায়ন গ্রাম হিসেবে কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের মোহনপুর গ্রামকে মডেল গ্রাম হিসেবে ঘোষণা করেছে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি।
এ উপলক্ষে গতকাল ৪ঠা মার্চ বিকালে মোহনপুর বাজারের পাশে পল্লী বিদ্যুতের গ্রাহকদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতির পাংশা জোনাল অফিসের ডিজিএম মোঃ আক্তার হোসেন।
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি ছালাম আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কালুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম(টেক) গোলাম কাদির, বাংলা ভিশন টিভি ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি এম. দেলোয়ার হোসেন ও স্থানীয় বাসিন্দা নূরুজ্জামান চাঁদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (সেবা) মোঃ আব্দুল বাছেত।
উল্লেখ্য, ৪২২৫ জন জনসংখ্যা অধ্যুষিত মোহনপুর গ্রামে ১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১টি এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয়, ১টি কওমী মাদ্রাসা, ৫টি মসজিদ, ২টি মন্দির, ১টি সরকারী কমিউনিটি ক্লিনিক, ৩টি ইটভাটা, ১টি ফিলিং স্টেশন, ২টি ফার্নিচার কারখানা, ১টি ইলেক্ট্রনিক্স ও ফার্নিচার সামগ্রীর শোরুম, ১টি রাইচ মিল, ২টি স’মিল, ২টি পোল্ট্রি ফার্ম ও ১টি ওয়ার্কশপ রয়েছে। এছাড়া গ্রামের অনেকেই কৃষি ভিত্তিক ও ক্ষুদ্র ব্যবসা কর্মকান্ডের সাথে জড়িত আছে।