॥স্টাফ রিপোর্টার॥ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া থেকে গতকাল ১০ই জুন বিকেল ৪টার দিকে বরিশালগামী বিআরটিসির একটি বাস থেকে দেড় লক্ষ পিস বিস্ফোরক জাতীয় পটকাবাজি উদ্ধার করেছে র্যাব ও পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বগুড়া থেকে বরিশালগামী একটি বাসে করে বিপুল পরিমাণ বিস্ফোরক জাতীয় পটকাবাজি নিয়ে যাওয়া হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে র্যাব ও পুলিশের যৌথ একটি টিম ভাঙ্গা উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন পরিবহনে তল্লাশী কার্যক্রম শুরু করে। এক পর্যায়ে বগুড়া থেকে বরিশালগামী বিআরটিসির একটি বাসের বক্সের ভিতর থেকে দেড় লক্ষ পিস বিস্ফোরক জাতীয় পটকাবাজি পাওয়া যায়। তবে এ পটকাবাজিগুলোর কোন মালিককে শনাক্ত করতে না পারায় একটি জিডিমূলে সেগুলোকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।