বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে নানা আয়োজনে ১ম জাতীয় বীমা দিবস পালন

  • আপডেট সময় সোমবার, ২ মার্চ, ২০২০

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ নানা আয়োজনে রাজবাড়ী ১ম জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১লা মার্চ সকালে ‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’-প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টার দিকে কালেক্টরেটের আম্রকানন চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর রাজবাড়ী অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম ও জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসেন, অন্যান্য অতিথিদের মধ্যে জেলা বীমা এসোসিয়েশনের সভাপতি ফকীর শাহাদত হোসেন ও সাধারণ সম্পাদক খান মোঃ রেজাউল হক প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তর ও সরকারী-বেসরকারী বীমা কোম্পানীর কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী এবারই ১ম জাতীয়ভাবে সারা দেশে বীমা দিবস পালন করা হচ্ছে। এই বীমা দিবস পালনের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের সাধারণ মানুষ যাতে বীমার সুবিধা সম্পর্কে ভালোভাবে জানতে পারে। দেশের অধিকাংশ মানুষের মধ্যেই বীমা সম্পর্কে কোন ধারণা নেই বা নেতিবাচক ধারণা রয়েছে। এই প্রেক্ষাপটে আমাদের উচিত বীমা বিষয়টি সম্পর্কে যাদের ধারণা নেই তাদেরকে ধারণা প্রদান করা ও যাদের নেতিবাচক ধারণা রয়েছে তাদের যাতে ইতিবাচক ধারণা হয় সে বিষয়গুলো নিয়ে কাজ করা। তাহলেই আজকের এই বীমা দিবস সফল ও সার্থক হবে।
এছাড়াও তিনি তার বক্তব্যে জেলায় কর্মরত বীমা কোম্পানীগুলোকে মুজিববর্ষে বিশেষ করার আহ্বান জানান। বিশেষ অতিথিগণসহ অন্যান্য বক্তাগণ বীমা দিবস পালনের তাৎপর্য এবং বীমা সংক্রান্ত আইনের বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা সভার শেষে বীমা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!