॥মাহফুজুর রহমান॥ মুসলিম জাহানের সুখ, শান্তি, সমৃদ্ধি, আল্লাহর রহমত ও মাগফেরাত কামনায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো রাজবাড়ী সদর উপজেলার ভান্ডারিয়া মাদ্রাসা ও দরবার শরীফের ৬৬তম বার্ষিক ওয়াজ ও ইছালে ছওয়াব।
গত ২৮শে ফেব্রুয়ারী ভোরে আখেরী মোনাজাত পরিচালনা করেন ভান্ডারিয়া দরবার শরীফের পীর ও ভান্ডারিয়া মাদ্রাসার অধ্যক্ষ এবং বাংলাদেশ মুত্তাকিন কমিটির আমীর আলহাজ্ব মাওলানা আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনির।
মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে রহমত প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লীরা। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভান্ডারিয়ার পীরের মুরিদসহ বিপুল সংখ্যক মুসল্লী আখেরী মোনাজাতে অংশগ্রহণ করেন।
মাওলানা আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনির বলেন, আগামী বছর থেকে দ্বীনে ইসলাম প্রচারে ও কুরআন শিক্ষায় আলোকিত সমাজ গড়তে রাজবাড়ীর প্রতিটি ইউনিয়নে ‘তালিমুল ইসলাম’ নামে মাদ্রাসা নির্মাণ করার উদ্যোগ নিয়েছি। সামর্থ্যবান ব্যক্তিবর্গ যদি ইসলামের জন্য ‘ভান্ডারিয়া মাদ্রাসা ও দরবার শরীফ’ এর নামে জমি দান করেন তাহলে আমরা সেখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করবো। ওই ইউনিয়নের ছাত্র-ছাত্রীরা দ্বীনের পথে জীবন গড়বে।