সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীর সাংবাদিক-লেখক ও সুধীজনের সাথে লেখক সাদাত আল মাহমুদের সাথে মতবিনিময়

  • আপডেট সময় শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০

॥মাহফুজুর রহমান॥ রাজবাড়ীর সাংবাদিক-লেখক ও সুধীজনের সাথে মধ্যবিত্তের লেখক সাদাত আল মাহমুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৮শে ফেব্রুয়ারী বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের মিলনায়তনে স্থানীয় দৈনিক রাজবাড়ী কণ্ঠের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন লেখক ও রাজনীতিক এডঃ লিয়াকত আলী বাবু।
সভায় লেখক সাদাত আল মাহমুদ, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক, সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাবেক সভাপতি আবু মুসা বিশ্বাস, সহ-সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কবি নেহাল মাহমুদ, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি এজাজ আহম্মেদ, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ আব্দুর রহিম মোল্লা, একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, চিত্রশিল্পী মোহাম্মদ গোলাম আলী, চ্যানেল টুয়েন্টিফোরের প্রতিনিধি সুমন বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল বাশার, শিক্ষক হাফিজুর রহমান ও দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি রবিউল মজনু প্রমুখ রাখেন।
মতবিনিময় সভায় বক্তাগণ, লেখক ও কবি সৃষ্টির লক্ষ্যে বর্তমানে প্রজন্মের শিক্ষার্থীদের পাঠাগারমুখী ও বইপাঠে আগ্রহী করার লক্ষ্যে পাঠোপযোগী ভালো মানের লাইব্রেরী গড়ে তোলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে লেখক ও রাজনীতিক এডঃ লিয়াকত আলী বাবু তার লেখা বই লেখক সাদাত আল মাহমুদকে উপহার দেন। এছাড়াও রাজবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে লেখক সাদাত আল মাহমুদকে একটি কলম উপহার দেয়া হয়।
উল্লেখ্য, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত লেখক সাদত আল মাহমুদের জন্ম টাঙ্গাইল জেলায়। ছাত্র জীবন থেকেই তার লেখালেখি শুরু। চলতি ফেব্রুয়ারী মাসে তার ‘এক আনা জীবন’ নামে একটি প্রেমের উপন্যাস প্রকাশিত হয়েছে। বইটির প্রকাশক ঢাকার বাংলাবাজারের কাকলী প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন মশিউর রহমান। বইটি লেখক এম মনসুর আলী ও শেখ মোঃ জাহাঙ্গীর আলমকে উৎসর্গ করেছেন। ঝকঝকে সাদা উন্নতমানের কাগজে মুদ্রিত ২৩৯ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ৩৫০ টাকা। এর আগে লেখকের ‘শেষ বেলায় (উপন্যাস)’, ‘চিতার আগুনে (উপন্যাস)’, ‘প্রসববেদনা (উপন্যাস)’, ‘ভূত ধরার অভিযান (ভৌতিক গল্প)’, ‘রমনীদ্বয় (উপন্যাস)’, ‘গগেনদার গল্পের ঝুড়ি(শিশুতোষ গল্প)’ ও ‘রাজাকার কন্যা (মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস)’ নামে আরও কয়েকটি বই প্রকাশিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!