রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীর পাতুরিয়ায় আরএসইউএফ’র ইলেকট্রিক্যাল স্কিল ইমপ্রুভমেন্ট ভবন উদ্বোধন॥বৃত্তি প্রদান

  • আপডেট সময় শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউপির পাতুরিয়া গ্রামে গতকাল ২৮শে ফেব্রুয়ারী সকালে নবনির্মিত রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন(আরএসইউএফ) ইলেকট্রিক্যাল স্কিল ইমপ্রুভমেন্ট ভবনের উদ্বোধন এবং শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
আরএসইউএফ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলিউজ্জামান চৌধুরী টিটো, সুইজারল্যান্ডের শান্তি সংস্থার চেয়ারম্যান যাকোব সাউব, জার্মানীর সেতু সংস্থার চেয়ারম্যান অটুইন মার্জিনী, জার্মানীর ইঞ্জিনিয়ার স্টেফান আকাইমান, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম খায়ের, আরএসইউএফ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সহধর্মিনী কানিজ খাদিজা, আড়াবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান সরদার, ফরিদপুর রাজেন্দ্র সরকারী কলেজের প্রভাষক আলমগীর হোসেন, এনজিও ওয়েড’র নির্বাহী পরিচালক ও বহরপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক খায়রুল হাসান মিন্টু, সাওরাইল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ঠান্ডু প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরএসইউএফ’র সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন।
অতিথিবৃন্দ আরএসইউএফ’র শিক্ষা, সৃজনশীল ও দক্ষতাবৃদ্ধির কার্যক্রম অব্যাহত রাখতে সার্বিক সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন। কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইলেকট্রিক্যাল স্কিল ইমপ্রুভমেন্ট ভবনের সামনের প্রায় ৪শত ফুট মাটির রাস্তা সোলিং করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে আরএসইউএফ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ জাহিদুল ইসলাম পাতুরিয়া গ্রামে ইলেকট্রিক্যাল স্কিল ইমপ্রুভমেন্ট প্রকল্প অনুমোদনের জন্য রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এবং ইলেকট্রিক্যাল স্কিল ইমপ্রুভমেন্ট ভবন নির্মাণসহ কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতার জন্য সুইজারল্যান্ডের শান্তি সংস্থার চেয়ারম্যান যাকোব সাউব ও জার্মানীর সেতু সংস্থার চেয়ারম্যান অটুইন মার্জিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে বেকারত্ব দূরীকরণে ইলেকট্রিক্যাল স্কিল ইমপ্রুভমেন্ট প্রকল্প কার্যকরী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
জানা যায়, প্রথমবারের মত ইলেকট্রিক্যাল স্কিল ইমপ্রুভমেন্ট প্রকল্পে ২বছর মেয়াদী ২৬জন প্রশিক্ষণার্থী ইলেকট্রিক ট্রেডে ভর্তি হয়েছে। প্রকল্পের জন্য ১জন চিফ ইন্সট্রাক্টর, ১জন এ্যাসিস্ট্যান্ট ইন্সট্রাক্টর ও ১জন কম্পিউটার ইন্সট্রাক্টর নিয়োজিত রয়েছেন।
এদিকে নবনির্মিত আরএসইউএফ ইলেকট্রিক্যাল স্কিল ইমপ্রুভমেন্ট ভবনের নামফলক উন্মোচনের পর আলোচনা অনুষ্ঠানে রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে পাংশা, কালুখালী, বালিয়াকান্দি ও শ্রীপুর উপজেলার ১৬৫ জন শিক্ষার্থীর মাঝে ৩ লাখ টাকা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে শিক্ষাবৃত্তি প্রদান অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আরএসইউএফ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে আরএসইউএফ ইলেকট্রিক্যাল স্কিল ইমপ্রুভমেন্ট প্রকল্পের শিক্ষার্থীদের শারীরিক কসরতের জন্য ক্রীড়া সামগ্রী প্রদান করেন আমন্ত্রিত অতিথি জার্মানীর ইঞ্জিনিয়ার স্টেফান আকাইমান। অনুষ্ঠানে জার্মান ভাষায় সংগীত পরিবেশন করেন জার্মানীর সেতু সংস্থার চেয়ারম্যান অটুইন মার্জিনী। অনুষ্ঠান উপস্থাপনা করেন আরএসইউএফ’র পরিচালক মোঃ সহিদুল ইসলাম।
অনুষ্ঠানে আরএসইউএফ সংস্থার কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!