Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কুয়াশার কারণে ৬ঘন্টা ফেরী বন্ধ থাকায় আটকে পড়েছে যানবাহন

॥রফিকুল ইসলাম॥ কুয়াশার কারণে গতকাল ২৬শে ভোর রাত ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত ৬ঘন্টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরী পারাপার বন্ধ থাকায় ঘাটে বিপুল সংখ্যক যানবাহন আটকে পড়েছে। এতে ওই সকল যানবাহনের যাত্রী ও চালক-শ্রমিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে ।
বিকাল ৩টার দিকে সরেজমিনে দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে নদী পারের অপেক্ষায় থাকা শত শত যানবাহনের সারি দেখা গেছে। অপরদিকে গোয়ালন্দ মোড় এলাকায় সাধারণ পণ্যবাহী অনেকগুলো ট্রাক সিরিয়াল দিয়ে আটকে রেখেছে হাইওয়ে পুলিশ। ঘাট এলাকায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট আরাফাত জানান, প্রাইভেট কার ও যাত্রীবাহী বাস ফেরীতে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্রে জানা গেছে, ভোর রাতে কুয়াশা বেড়ে যাওয়ার পর অর্ধশত যানবাহন নিয়ে ৩টি ফেরী নদীতেই নোঙর করে ছিল। বর্তমানে এই নৌরুটে ১৫টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। অভিযোগ রয়েছে, এ রুটের অধিকাংশ ফেরীই পুরনো, মেয়াদোত্তীর্ণ, আধুনিক সুযোগ-সুবিধা বিহীন, কম, নিম্নগতিসহ নানা সমস্যায় জর্জরিত।