টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) বাস্তবায়নে রাজবাড়ী জেলা প্রশাসন বদ্ধপরিকর। এ জন্য জেলা প্রশাসক দিলসাদ বেগমের পরিকল্পনা গঠিত হয়েছে Rajbari Sustainable Development Goals Club. টেকসই উন্নয়ন অভীষ্ট-২০৩০ এর সফল বাস্তবায়নে জেলার সকল সরকারী ও আধা-সরকারী অফিস, শ্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানকে একীভূত করে এসডিজি অর্জনের লক্ষ্যে কাজ করতে জেলা প্রশাসক এ ক্লাব গঠন করেছেন। SDG Club এর উদ্দেশ্য হচ্ছে, রাজবাড়ী জেলাতে তরুণ সমাজসহ সকলকে গৃহীত কার্যক্রমে সম্পৃক্ত করা-যাতে ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন ও দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করা যায়। এ ক্লাবের সার্বিক কার্যক্রম অবহিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে Rajbari Sustainable Development Goals Club নামে গ্রুপ পেজ খোলা হয়েছে। ফেসবুকের এই গ্রুপের সদস্য হওয়ার জন্য রাজবাড়ী জেলার সকল সরকারী ও বেসরকারী অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন এনজিও, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, তরুণ ও সুশীল সমাজকে আহ্বান জানানো হয়েছে -বিজ্ঞপ্তি।