॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা এলাকায় সড়কের উপর গাছের গুড়ি ফেলে ডাকাতির চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪জন সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে।
গত ১৮ই ফেব্রুয়ারী দিবাগত ভোর রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতরা সাধারণ যানবাহন মনে করে পুলিশের গাড়ীর গতিরোধ করলে পুলিশ তাদেরকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় তাদের দলে থাকা আরও কয়েক ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে হাসুয়া, চাকুসহ ৫টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের দেওয়ান পাড়ার সামছু দেওয়ানের ছেলে মামুন দেওয়ান(২২), দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বারের পাড়ার মৃত চাঁন মিয়া শেখের ছেলে জামিল শেখ(২৫), একই ইউনিয়নের জলিল সরদারের পাড়ার জব্বার মন্ডলের ছেলে শরীফ মন্ডল(২৭) এবং পাবনার সুজানগর উপজেলার রাইশিমুল গ্রামের সোহাগ শেখ ওরফে মামুন(২৮)। তাদের মধ্যে মামুনের বিরুদ্ধে গোয়ালন্দের এক সাংবাদিকের অফিসের দরজার তালা ভেঙ্গে কম্পিউটার চুরির মামলা রয়েছে।
জানা যায়, গত মঙ্গলবার যানবাহনে ডাকাতির উদ্দেশ্যে ভোর রাত ৪টার দিকে উপজেলার তেনাপচা এলাকায় সড়কে সেলিমের মুদি দোকানের সামনে গাছের গুড়ি ফেলে রাখে। এ সময় সাধারণ মানুষের যানবাহন ভেবে ডাকাত দল পুলিশের গাড়ির গতি রোধ করে। এ সময় পুলিশ ঘটনাস্থল নেমে তাদের চ্যালেঞ্জ করে একাধিক ধারালো হাসুয়া, ধারালো চাকুসহ বিভিন্ন ধরনের একাধিক অস্ত্রসহ ৪জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আরো বেশ কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক(তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেফতারকৃতরা আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে।