॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে ‘পড়বো বই গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা সরকারী গণগ্রন্থাগারের আয়োজনে গতকাল ৫ই ফেব্রুয়ারী সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, ও জেলা সরকারী গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান মোঃ শহীদুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ জাতীয় গ্রন্থাগার দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং সকলকে বই পড়ার আহ্বান জানান।