॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়ীয়ার চরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৪টি ড্রেজার মেশিন জব্দ ও সেগুলোর পাইপ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ৫ই ফেব্রুয়ারী দুপুরে কালুখালীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নূরুল আলম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওসি মোঃ কামরুল হাসানের নেতৃত্বে কালুখালী থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
অভিযান পরিচালনাকারী ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ নূরুল আলম জানান, হরিণবাড়ীয়ার চরে পদ্মা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে কালুখালী থানা পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। পরে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৪টি ড্রেজার মেশিন জব্দ ও সেগুলোর পাইপ আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। এছাড়াও হরিণবাড়ীয়া বাজার সংলগ্ন রাস্তায় অবৈধ বালুবাহী ভারী যানবাহন চলাচল বন্ধে চেকপোস্ট নির্মাণ করা হয়।