॥স্টাফ রিপোর্টার॥ র্যাবের অভিযানে ফরিদপুরের কোতয়ালী থানাধীন ভাটি লক্ষ্মীপুর এলাকা থেকে খন্দকার আশরাফুল জান্নাহ(১৭) নামে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রেতা চক্রের এক সদস্য গ্রেপ্তার হয়েছে।
গত ৩রা ফেব্রুয়ারী রাতে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল ভাটি লক্ষ্মীপুর এলাকার নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত খন্দকার আশরাফুল জান্নাহ ভাটি লক্ষ্মীপুর এলাকার খন্দকার আমিনুর রহমানের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত প্রতারক খন্দকার আশরাফুল জান্নাহ মোবাইল প্রযুক্তি ব্যবহারে অত্যন্ত দক্ষ। সে অসত্য তথ্য দিয়ে ফেসবুকে ভূয়া একাউন্ট খুলে উক্ত ফেসবুক আইডি এবং ম্যাসেঞ্জারের মাধ্যমে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে সরবরাহ করার প্রলোভন দেখিয়ে প্রচারণা চালিয়ে ভূয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারণা করে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির কথা স্বীকার করেছে। তাকে ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে ‘পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন-১৯৮০’ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।