॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন কৃষক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ৩রা ফেব্রুয়ারী জেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক মোঃ আবু বককার খান ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন।
অনুমোদিত কমিটিতে ইলিয়াছ মোল্লা মিঠু সভাপতি, কোব্বাত আলী ও ইমরান মোল্লা সহ-সভাপতি, মাসুদ খান সাধারণ সম্পাদক, আবুল শেখ যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ওহিদুজ্জামান খান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তারা পরবর্তীতে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১১ই জানুয়ারী বিকালে শহীদওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড়ের বিজয় ভাস্কর্য চত্বরে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু বককার খান।
শহীদওহাবপুর ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক ইলিয়াছ মোল্লা মিঠু’র সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান ইমান, রাজবাড়ী সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ রাজু আহম্মেদ, সদস্য সচিব আলাউদ্দিন আলাল, জেলা কৃষক লীগের সদস্য শেখ মোঃ ওদুদ, শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ উদ্দিন শেখ, সাধারণ মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক শাহীন খান, কৃষক লীগ নেতা আব্দুল মতিন, আব্দুল জালাল ও কোব্বাত আলীসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কিন্তু অনিবার্য কারণ বশতঃ ওই দিনের সম্মেলনে কমিটি ঘোষণা দেয়া হয়নি। পরবর্তীতে গত ৩রা ফেব্রুয়ারী অনুষ্ঠিত জেলা কৃষক লীগের সভায় উল্লেখিত কমিটির অনুমোদন দেয়া হয়।