॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দে গতকাল ৩রা ফেব্রুয়ারী বিকেলে চলচ্চিত্র তারকা নায়িকা রোজিনার অর্থায়নে “খাদিজা জামে মসজিদ” নামে আধুনিক মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এবং নায়িকা রোজিনা মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও মোনাজাত করেন।
গোয়ালন্দ পৌরসভার ৫নম্বর ওয়ার্ড জুড়ান মোল্লার পাড়া (ঘোনাপাড়া) অবস্থিত চিত্র নায়িকা রোজিনার নিজ বাড়ির আঙ্গিনায় “খাদিজা জামে মসজিদ” নামের একটি আধুনিক মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। প্রায় সাত শতাংশ জায়গার ওপর নির্মিত একতলা বিশিষ্ট মসজিদটি একটি আধুনিক মানের মসজিদ করা হচ্ছে। ১৬০০ বর্গফুটের ওপর নির্মিতব্য মসজিদটির প্রাথমিক নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক কোটি টাকা। তাঁর ব্যক্তিগত এবং নিজস্ব তহবিল থেকে মসজিদটি নির্মাণ করা হচ্ছে।
ভিত্তি প্রস্তর স্থাপনকালে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ও নায়িকা রোজিনা ছাড়াও ছাড়াও অন্যান্যের মধ্যে এমপি’র কন্যা কানিজ ফাতিমা চৈতী, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা আ’লীগ নেতা মোঃ আলাউদ্দিন মোল্লা, উপজেলা যুবলীগ সভাপতি ইউনুছ মোল্লাসহ রোজিনার পরিবারবর্গসহ এলাকার ও উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় নায়িকা রোজিনা বলেন, জন্মস্থান রাজবাড়ী। এটা আমার নানা বাড়ি। নানা বাড়ি হলেও আমার বড় হয়ে ওঠা হয় এই বাড়িতে থেকেই। মায়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে। তাই আমি সময় পেলেই ছুটে আসি এই গোয়ালন্দে। এলাকার মানুষের জন্য কিছু একটা করা দরকার। আল্লাহ আমার জস, খ্যাতি, সুনাম অনেক দিয়েছে। এখন দ্বীনের পথে কিছু একটা করতে চাই। তাই এলাকায় একটি ভালো ও আধুনিক মানের মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছি। যেখানে পুরুষের পাশাপাশি নারীরাও নামাজ আদায় করতে পারবে। এছাড়া পাশেই একটি চক্ষু হাসপাতাল করার ইচ্ছা রয়েছে। আশা করি সকলের সহযোগিতায় করতে পারবো।
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, একজন অভিনেত্রী হলেও প্রিয় জন্মভূমির টানে তিনি এলাকায় একটি আধুনিক মানের মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন এটা প্রশংসার দাবী রাখে। তার এ কাজকে সাধুবাদ জানায়। এলাকাবাসীর উন্নয়নে এভাবে সবাইকে এগিয়ে আসা দরকার।