॥হেলাল মাহমুদ॥ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার অন্যতম আসামী রাজবাড়ী শহরের লক্ষীকোল গ্রামের বাসিন্দা ইফতি মোশাররফ সকাল-এর পিতা প্রাইভেট শিক্ষক ও ব্যবসায়ী ফকির মোশাররফ হোসেন(৫৪) স্ট্রোক করে মারা গেছেন।
জানা গেছে, গত ১লা ফেব্রুয়ারী সন্ধ্যায় তিনি রাজবাড়ী শহরের লক্ষীকোল( ২৮ আটাশ কলোনীর পূর্ব পার্শ্বে) এলাকার নিজ বাড়ীতে স্ট্রোক করার পর তাকে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ৩টার দিকে তিনি মারা যান।
রাবেয়া বেগম আরো জানান, গত ৩০শে জানুয়ারী ঢাকার আদালতে ইফতির হাজিরার দিন ছিল। ওইদিন তিনি ছেলেকে দেখতে গিয়েছিলেন। ঢাকা থেকে বাড়ী ফেরার পর থেকেই তিনি ছেলের জন্য দুশ্চিন্তায় ছিলেন। তার পিতার নাম মরহুম ফকির আব্দুল জলিল। মৃত্যুকালে মোশাররফ হোসেন স্ত্রী রাবেয়া মোশারফ, ২পুত্র ইফতি মোশারফ সকাল(হত্যা মামলায় কারাগারে) ও স্বপ্নীলসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
গতকাল ২রা ফেব্রুয়ারী বিকালে বাদ আসর তার জানাযা শেষে রাজবাড়ী পৌরসভার ধুঞ্চি আটাশ কলোনী কবরস্থানে দাফন করা হয়।