॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার দুর্গাপুর গ্রাম থেকে চুরি হওয়া ২টি গরু বালিয়াকান্দি উপজেলার বকশিয়াবাড়ী গ্রাম উদ্ধার এবং ৩জন চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
কালুখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১শে জানুয়ারী রাতে দুর্গাপুর গ্রামের শুকুর আলী শেখের বাড়ী থেকে ২টি গরু চুরি হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে পরদিন ১লা ফেব্রুয়ারী সন্ধ্যায় শুকুর আলী শেখ জানতে পারেন বালিয়াকান্দি উপজেলার বকশিয়াবাড়ী গ্রামের জনৈক রোকন মোল্লার বাড়ীতে গরু ২টি রয়েছে। তৎক্ষণাৎ তিনি স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমানকে নিয়ে সেখানে যান এবং তার চুরি হওয়া গরু ২টি শনাক্ত করেন। ওই সময় স্থানীয় জনগণ গরু চুরির সাথে জড়িত ৩জনকে আটক করে গণধোলাই দেয়।
তারা হলো ঃ বকশিয়াবাড়ী গ্রামের আওয়াল মোল্লার ছেলে রোকন মোল্লা(৩০), বালিয়াকান্দি উপজেলার মেছুয়াঘাট গ্রামের কাদের মিয়ার ছেলে সোবহান মিয়া(২৫) ও কালুখালী উপজেলার বৃ-গোপালপুর গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে আজাদ শেখ(৩০)। এদের মধ্যে একজন কসাই রয়েছে।
পরে খবর পেয়ে কালুখালী থানার ওসি কামরুল হাসানের নেতৃত্বে এস.আই ফজলুল হক ও এস.আই সরল মুর্মুসহ থানা পুলিশের একটি দল রাত ৯টার দিকে ঘটনাস্থলে(বকশিয়াবাড়ী) গিয়ে তাদেরকে গ্রেফতার করে কালুখালী থানায় নিয়ে আসে।
কালুখালী থানার ওসি কামরুল হাসান জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা গরু চুরির সাথে জড়িত থাকার স্বীকার করে বলেছে আরও কয়েকজনের সাথে তারা গরু ২টি চুরি করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
এ ঘটনায় উদ্ধারকৃত গরুর মালিক শুকুর আলী শেখ বাদী হয়ে কালুখালী থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের গতকাল ২রা ফেব্রুয়ারী আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ২৯শে জানুয়ারী রাতে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউপির মাটিপাড়া বেথুলিয়া গ্রামের কৃষক আতিয়ার রহমানের বাড়ীর গোয়াল থেকে ৪টি গরু চুরি হয় এবং পরদিন গত ৩০শে জানুয়ারী দিনগত গভীর রাতে খানগঞ্জ ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মোঃ শাহজাহান দাবকের বাড়ীর গোয়াল ঘর থেকে চোরেরা উন্নত জাতের ২টি গরু চুরি করে নিয়ে যায়।