শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:১৫ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী কারাগার পরিদর্শন করলেন জেলা ম্যাজিস্ট্রেট

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগম গতকাল ২৯শে জানুয়ারী রাজবাড়ী জেলা কারাগার পরিদর্শন করেন।
এ সময়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবাশ্বের হাসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান সোহাগ, জেল সুপার মোঃ আনোয়ারুল করিম, জেলার জনাব নুর মোহাম্মদ মৃধা, সমাজসেবা কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম এবং কারা হাসপাতালে প্রেষণে নিয়োজিত ডাঃ মোঃ গিয়াস উদ্দিন খান উপস্থিত ছিলেন।
কারাগার পরিদর্শনের আগে কারারক্ষীদের সুসজ্জিত চৌকষ দল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগমকে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার গ্রহণের পর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট প্রধান ফটকে রক্ষিত কারাগারের অভ্যন্তরে প্রবেশের এন্ট্রি রেজিস্টারে কারাভ্যন্তরে প্রবেশের সময় লিপিবদ্ধ করে স্বাক্ষর প্রদান করেন।
কারাগারে প্রবেশের প্রধান ফটকে প্রধান কারারক্ষী তাঁকে কারাভ্যন্তরের কারাবন্দীদের পরিসংখ্যান মৌখিকভাবে অবহিত করেন এবং কারাগার তাঁর পরিদর্শনের জন্য প্রস্তুত আছে মর্মে জানান।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কারাভন্তরে প্রবেশ করে বিভিন্ন ওয়ার্ড, সেল, রন্ধনশালা, খাদ্য গুদাম, হাসপাতাল/মেডিক্যাল ওয়ার্ড এবং কারাভ্যন্তর চত্বর ঘুরে দেখেন। বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনের সময় তিনি কারাবন্দীতে কেস হিস্ট্রি টিকেট পরীক্ষা করেন এবং তাদের বিভিন্ন আবেদন-নিবেদন মনোযোগ সহকারে শ্রবণ করেন ও তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। কারাগার পরিদর্শনকালে তিনি কারাভ্যন্তরে নিরক্ষর কারাবন্দীদের শিক্ষাদান কার্যক্রমের পাঠদান সরেজমিনে পর্যবেক্ষন করেন।
কারাগার পরিদর্শনের প্রাক্কালে তিনি মাদকসেবী ও মাদক ব্যবসায় আটক কারাবন্দীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে মটিভেশনাল বক্তব্য প্রদান করেন এবং তাদেরকে কারাগার থেকে মুক্ত হবার পর স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসার জন্য পরামর্শ দেন। একই সাথে অন্যান্য কারাবন্দীদেরকেও মুক্ত হবার পর আইন-শৃঙ্খলা বিরোধী কাজ থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করেন।
জেলা প্রশাসক জেলা কারাগার পরিদর্শনকালে জেল কর্তৃপক্ষকে কারাগারের অভ্যন্তর ও বহিরাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন।
জেলা কারাগারের অভ্যন্তর ভাগ পরিদর্শন শেষে জেলা প্রশাসক কারাগারের বিভিন্ন রেজিস্টারাদি পরীক্ষা করেন এবং কারাবন্দীদের অবস্থা, কারাগারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা, কর্মকর্তা ও কর্মচারীদের জনবল পরিস্থিতি, বেসরকারী ভিজিটরদের ভিজিট কার্যক্রম, অবকাঠামো সম্পর্কিত তথ্য, কারাগারের পরিস্কার-পরিচ্ছন্নতা, কারাবন্দীদের ধর্মীয় শিক্ষা, বিনোদনের ব্যবস্থাসহ সার্বিক কার্যক্রম নিয়ে জেল সুপার এবং ডেপুটি জেলারদের সাথে আলোচনা করেন এবং পরিদর্শন বইতে মন্তব্য লিপিবদ্ধ করেন।
উল্লেখ্য, রাজবাড়ী জেলা কারাগারের ধারণ ক্ষমতা ১০০ জন। বর্তমানে সেখানে মোট ৬৩২ জন কারাবন্দী রয়েছে। যার মধ্যে ৬০১ জন পুরুষ ও ৩১ জন মহিলা।
প্রসঙ্গত, সরকারী নির্বাহী আদেশ এবং জেল কোড, ১৯৩৭ এর বিধি ৪৪ হতে বিধি ৫২ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট জেলা কারাগারের সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করেন। এ ছাড়া বিধি ৫৫(৩) অনুযায়ী তিনি পদাধিকারবলে জেলা কারাগারের পরিদর্শক এবং সরকার কর্তৃক বিভিন্ন সময়ে জারীকৃত বিভিন্ন নির্বাহী আদেশ ও জেল কোড, ১৯৩৭ এর বিধি ৪৮ মোতাবেক জেলা কারাগার পরিদর্শনের ক্ষমতাপ্রাপ্ত।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!