॥স্টাফ রিপোর্টার॥ সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনা গতকাল ২৬শে জানুয়ারী সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেন।
তিনি এসে পৌঁছালে জেলা প্রশাসক দিলসাদ বেগম তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান। এরপর তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও অন্যান্য সরকারী দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ নুরুন্নবী উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে সাবেক সিইসি মোহাম্মদ আবু হেনা কর্মকর্তাদের সততা, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনসেবার ব্রত নিয়ে কাজ করার আহ্বান জানান এবং তার চাকুরী জীবনের অভিজ্ঞতা বর্ণনা করে শুদ্ধাচারের উপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভা শেষে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত ‘মুজিববর্ষ কর্নার’ পরিদর্শন করেন। এরপর তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্থাপিত ক্ষণগণনা যন্ত্র এবং বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ সমগ্র চত্বর ঘুরে দেখেন।