Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৈনিক সংগ্রাম পত্রিকার সরকারী মিডিয়া তালিকাভুক্তি বাতিল

॥স্টাফ রিপোর্টার॥ জামায়াতে ইসলামীর মুখপত্র হিসেবে পরিচিত দৈনিক সংগ্রাম পত্রিকার সরকারী মিডিয়া তালিকাভুক্তি বাতিল করেছে সরকার।
গতকাল ২৩শে জানুয়ারী চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপ-পরিচালক বিজ্ঞাপন ও নিরীক্ষা (চলতি দায়িত্ব) ডায়ানা ইসলাম সীমার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, গত ১২ই ডিসেম্বর দৈনিক সংগ্রাম পত্রিকায় ‘শহীদ আব্দুল কাদের মোল্লার ৬ষ্ঠ শাহাদত বার্ষিকী আজ’ শিরোনামে অসত্য সংবাদ প্রকাশ করায় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর ২২শে জানুয়ারী পত্রিকাটির সরকারী মিডিয়া তালিকাভুক্তি বাতিল করে।
উল্লেখ্য, সরকারী মিডিয়া তালিকাভুক্তি বাতিল হওয়ায় দৈনিক সংগ্রাম পত্রিকা এখন থেকে আর সরকারী-বেসরকারী ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের বিজ্ঞাপন পাবে না।