॥স্টাফ রিপোর্টার॥ জামায়াতে ইসলামীর মুখপত্র হিসেবে পরিচিত দৈনিক সংগ্রাম পত্রিকার সরকারী মিডিয়া তালিকাভুক্তি বাতিল করেছে সরকার।
গতকাল ২৩শে জানুয়ারী চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপ-পরিচালক বিজ্ঞাপন ও নিরীক্ষা (চলতি দায়িত্ব) ডায়ানা ইসলাম সীমার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, গত ১২ই ডিসেম্বর দৈনিক সংগ্রাম পত্রিকায় ‘শহীদ আব্দুল কাদের মোল্লার ৬ষ্ঠ শাহাদত বার্ষিকী আজ’ শিরোনামে অসত্য সংবাদ প্রকাশ করায় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর ২২শে জানুয়ারী পত্রিকাটির সরকারী মিডিয়া তালিকাভুক্তি বাতিল করে।
উল্লেখ্য, সরকারী মিডিয়া তালিকাভুক্তি বাতিল হওয়ায় দৈনিক সংগ্রাম পত্রিকা এখন থেকে আর সরকারী-বেসরকারী ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের বিজ্ঞাপন পাবে না।