মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ টুর্ণামেন্টের ২য় লেগে নারায়নগঞ্জকে হারালো রাজবাড়ী জেলা ফুটবল দল

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

॥স্টাফ রিপোর্টার॥ বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়ন শীপ-২০২০ টুর্ণামেন্টের পদ্মা অঞ্চলের ১ম লেগে নারায়নগঞ্জের কাছে ৫-১ গোলের ব্যবধানে হারলেও ২য় লেগে ২-১ গোলে জিতেছে রাজবাড়ী জেলা ফুটবল দল।
গতকাল ২০শে জানুয়ারী বিকেল ৩টায় রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে ২য় লেগের খেলায় শুরুতেই এগিয়ে যায় রাজবাড়ী। খেলার ৮মিনিটের মাথায় ফ্রি কিক থেকে দুদার্ন্ত এক গোল করে দলকে এগিয়ে নেন ১১নং জার্সিধারীত স্ট্রাইকার সুবজ শেখ। তবে আনন্দের রেশ কাটতে না কাটতেই এক মিনিট পরেই নারায়নগঞ্জের পক্ষে গোল শোধ করেন ২নং জার্সিধারীত খেলোয়াড় হৃদয়। এরপর আর কোন গোল না হলে প্রথম পর্ব ১-১ গোলে শেষ হয়।
দ্বিতীয়ার্ধের ১৬মিনিটের মাথায় রাজবাড়ীকে আবারো এগিয়ে নেন স্ট্রাইকার সুবজ শেখ। পরে আক্রমন ও পাল্টা আক্রমনে খেলা শেষ হলেও কোন দলই আর গোল করতে পারেনি। ফলে ২-১ গোলের ব্যবধানে জিতে মাঠ ছাড়ে রাজবাড়ী।
প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম এবং বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী ফুটবল এসোসিয়েশনের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল, রাজবাড়ী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিসহ অন্যান্যরা কর্মকর্তারা খেলাটি মাঠে বসে উপভোগ করেন। তবে মাঠে দর্শকের উপস্থিতি ছিল একবারেই কম।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!