॥আমিরাত থেকে ওবায়দুল হক মানিক॥ সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ ইমরানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে আমিরাত বঙ্গবন্ধু পরিষদ। গত ১৮ই জানুয়ারী তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোঃ ইমরান বলেন, আমিরাতের সাথে আমাদের দ্বি-পাক্ষিক সম্পর্কের উন্নতি হয়েছে। শীঘ্রই ভিসা সমস্যার সমাধান হবে। দীর্ঘ আট বছর ধরে বন্ধ থাকা দেশীয় শ্রমিকদের ভিসা ও ভিসা পরিবর্তন চালু হবে। আবুধাবীর যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আগামী মার্চ মাসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সফর করবেন।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনকালে দূতাবাসের সেবার মান উন্নয়নের পাশাপাশি এমআরপি বিতরণ ও আমিরাত সরকার ঘোষিত সাধারণ ক্ষমায় অবৈধ দেশীয় অভিবাসীদের বৈধ করার মতো চ্যালেঞ্জিং কাজগুলো সবার সহযোগিতায় সুচারুভাবে সম্পন্ন করেছি।
সংগঠনের সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন মিজানুর রহমান, আমিরাতের জায়েদ ইউনিভার্সিটির অধ্যাপক ডঃ হাবীবুল হক খন্দকার, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইমরাদ হোসেন ইমু, জামশেদ আলম, মঈন উদ্দিন, গোলাম কাদের, জাহাঙ্গীর কবির, জনতা ব্যাংকের সিইও আমিরুল ইসলাম ও ইঞ্জিঃ আশীষ কুমার বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।