বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে কাজী হেদায়েত হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী ব্যাডমিন্টন ক্লাব আয়োজিত ৩দিনব্যাপী কাজী হেদায়েত হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ এর ফাইনাল খেলা গতকাল ১৮ই জানুয়ারী রাতে শহরের রেলওয়ে আজাদী ময়দানের ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার।
রাজবাড়ী ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি কাজী হেফাজত আলী টিটু’র সভাপতিত্বে এবং সহ-সভাপতি দিলীপ কুমার মন্ডলের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় টুর্নামেন্টের ৪টি ইভেন্টের (বাংলাদেশ ওপেন দ্বৈত, রাজবাড়ী ওপেন দ্বৈত, রাজবাড়ী ওপেন চল্লিশোর্ধ দ্বৈত ও রাজবাড়ী ওপেন গ্রুপ-বি) খেলোয়াড়রা অংশগ্রহণ করে। ফাইনাল খেলা শেষে অতিথিগণ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, গত ১৬ই জানুয়ারী থেকে ব্যাডমিন্টনের ‘আন্তর্জাতিক পদ্ধতি’তে টুর্নামেন্টটি শুরু হয়। প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের শীর্ষস্থানীয় র‌্যাংকিংধারী কয়েকজন ব্যাডমিন্টন খেলোয়াড়ের অংশগ্রহণ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!