॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী কিন্ডার গার্টেন স্কুলের ২৫বছর পূর্তি উপলক্ষে ‘রজত জয়ন্তী উৎসব’ গতকাল ১৫ই জানুয়ারী স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সকালে র্যালী শেষে পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন, দুপুরে স্মৃতিচারণ অনুষ্ঠান এবং বিকালে অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
স্কুলের অধ্যক্ষ নুরুল হক আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের সিনিয়র শিক্ষক শাইজুদ্দিন শেখ শাওন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, রাজবাড়ী জেলায় যতগুলো কিন্ডার গার্টেন স্কুল আছে তার মধ্যে এই স্কুলটি সবচেয়ে ভালো। প্রতিষ্ঠার পর থেকেই আমি স্কুলটিকে সহযোগিতা করে আসছি। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তেমনি স্কুলগুলোও এগিয়ে যাচ্ছে। সরকার সরকারী স্কুলগুলোর পাশাপাশি বেসরকারী স্কুল ও কিন্ডার গার্টেনগুলোতে বিনামূল্যে পাঠ্যপুস্তক দিচ্ছে। কিন্ডার গার্টেনের ছাত্র-ছাত্রীরা রেজাল্টও ভালো করছে। শিক্ষার্থীদের বাবা-মা ও শিক্ষকদের সম্মান করতে হবে, নইলে তারা বড় হতে পারবে না। শুধু লেখাপড়া করলেই হবে না, ভালো মানুষও হতে হবে। তিনি কারিগরি ও কম্পিউটার শিক্ষার উপর গুরুত্বারোপ করেন এবং রাজবাড়ী কিন্ডার গার্টেনের উত্তরোত্তর সফলতা ও কম্পিউটার প্রদানের আশ্বাস দেন।