॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ১৪ই জানুয়ারী সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আজিজা খানম, অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জুবায়রা জহুর প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদ্যুৎ কুমার দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই স্কুলে সবাই ভর্তি হতে পারে না। তারাই ভর্তি হতে পারে যারা মেধাবী ও সৌভাগ্যবান। একসময় তোমরা এমপি, ডিসি, এসপি, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে। দেশকে নেতৃত্বে দিবে। এ জন্য জীবনের লক্ষ্য থাকতে হবে। লক্ষ্য না থাকলে সাফল্য অর্জন সম্ভব না। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার। কিন্তু তিনি তার সেই স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি। বর্তমানে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। চলমান উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত থাকলে সম্মিলিত প্রচেষ্টায় একদিন আমরাও উন্নত দেশে পরিণত হবো। যদি মানুষ হতে চাও তাহলে ভালোভাবে লেখাপড়া করতে হবে। ভালোভাবে লেখাপড়া না করলে তোমরা বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। আমাদের ছেলেমেয়েরা যাতে শিক্ষা গ্রহণ করে কেউ বেকার না থাকে সে জন্য দেশের প্রতিটি স্কুলে কারিগরি শিক্ষা চালু হচ্ছে। তিনি বিদ্যালয়ের নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন।