॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার রেলগেট এলাকা থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল ১৪ই জানুয়ারী সকালে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলাধীন চাঁদপুর রেলগেট এলাকা থেকে একটি পিকআপে করে পাচারের সময় ৫৪৩ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো ঃ রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া গ্রামের আলাউদ্দিন সরদারের ছেলে মানিক সরদার(৩৫) এবং ঢাকার আশুলিয়া থানার গাজীরচক এলাকার মহসিন সরকারের ছেলে আলামিন সরকার(৩৮)।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল হাসান জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা ভারতীয় সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করতো। এ ব্যাপারে কালুখালী থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।