॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর উদ্যোগে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল ১১ই জানুয়ারী বেলা ১১টায় মিজানপুর ইউনিয়নের গোপীনাথপুর চৌরাস্তা বাজারস্থ ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে এই কম্বল বিতরণ করা হয়।
এ সময় মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম বিশ্বাস, সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহম্মেদ টুকু, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাজেদ মন্ডল, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন দেলো, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু, মিজানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রুবেল মন্ডল, স্থানীয় আওয়ামী লীগ নেতা নজের মওলা নজো, আবু তালেব, আব্দুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে মিজানপুর ইউনিয়নের দরিদ্র শীতার্ত মানুষের জন্য কম্বল দেয়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এছাড়াও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী জাতীয় সংসদের ‘প্যানেল সভাপতি’ নির্বাচিত হওয়ায় মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়।
মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহম্মেদ টুকু জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর উদ্যোগে মিজানপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে ১৩শত কম্বল বিতরণ করা হচ্ছে।
মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগ এই কম্বল বিতরণে সার্বিক সহযোগিতা করছে। ইতিমধ্যে ১হাজার কম্বল বিতরণ করা হয়েছে। আজ রবিবার আরও ৩শত কম্বল বিতরণ করা হবে।