॥মাহবুব হোসেন পিয়াল॥ স্যার ফজলে হাসান আবেদ ছিলেন নিঃস্ব-হতদরিদ্র মানুষের বন্ধু। মানব দরদী এ সংগঠক নিবেদিত ছিলেন মানবসম্পদের উন্নয়নে। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় নিবেদিতপ্রাণ এক উন্নয়ন মহানায়ক। সমাজের প্রান্তিক জনগোষ্ঠির অর্থনৈতিক উন্নয়নে তার অবদান অপরিসীম। তার সুদৃঢ় নেতৃত্বে ব্র্যাকসহ বেসরকারী সংস্থাগুলো দেশের মানুষকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি করে তাদের জীবনমান উন্নত করেছে।
গতকাল ৮ই জানুয়ারী বিকালে ফরিদপুরে অনুষ্ঠিত এক স্মরণ সভায় ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ সম্পর্কে বক্তাগণ এসব কথা বলেন। ফরিদপুরের এনজিও এফডিএ’র কার্যালয়ে এনজিওসমূহের ব্যানারে এই স্মরণসভার আয়োজন করা হয়।
এফডিএ’র নির্বাহী পরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় সুরেশ হালদার, হাফিজুর রহমান মন্ডল, ফজলুল হাদী সাব্বির, আসমা আক্তার মুক্তা, আসাদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা পর্বের শেষে স্যার ফজলে হাসান আবেদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।